শস্যদানার গায়ে লেগে থাকা ঘাম,
আলপথ বেয়ে সেই চেনা সংগ্রাম।

চেনা মেঠো সুর শ্রান্ত বটের ঝুরি,
ভোকাট্টা ছুট নীল ছুঁতে চাওয়া ঘুড়ি।

অন্ধ কিশোরী বুনো হাঁস দেয় ডুব,
আঁধারের জলে ভাঙে চাঁদ নিশ্চুপ।

একতারা হাতে বাউল সাথে বৈষ্ণবী,
নিরুদ্দেশের সেই কৈশোর হ'বি?

আম-কাঁঠালের সেই ছায়াপথ গ্রাম,
সাঁঝের হাওয়ায় ছুঁয়ে যায় ডাকনাম।

একবার নয় ফিরে ফের সাজাতাম!!
                     (১৩/০৬/২০২৩)