রঙ ছুঁড়েছে মুঠোয় মুঠোয় বরাবরের মতোই
শিমুল পলাশ। চৈতী হাওয়া ছড়িয়ে দিল তাকে।
কি লাভ যদি হারায় সাঁঝে, ভরায় না যে ক্ষত
কে আর তাকে জড়ায় বলো, জড়ায় বা সে কাকে।
সবাই জানে আকাশ সে তো চিরকালীন একা,
দিনবদলেই তবু কেমন রঙবদলে মাতে।
আগুন ঝরায় হঠাৎ, হঠাৎ বৃষ্টিজলে লেখা,
যে জল ছুঁয়েই আগুন ভাঙে রঙমেশালি সাতে।
সাতমহলা আঁধার টাঙায় আলোর সামিয়ানা,
হাতে পাঁজি, দিন চিনেছি, ভরেছি পিচকারি।
বদ্ধকালা সুরকে চেনায়, রাস্তা চেনায় কানা,
ঠিকানা যার গোলকধাঁধা, হাত ধরেছি তার'ই।
রুখা বুকের শুখা বনে পলাশ আজও প্রিয়,
চৈতী হাওয়া পারলে নাহয় সে রঙ খুঁজে দিও।
(২৪/০৩/২৪)