সময় যদি পাশ ফিরে শোয়, চোখ খুলে যায় তারও,
ভুখা পেটে রাত কাটে না ফুটপাথে আর কারো,
নামবাদীরা, আমিও আছি, জুড়তে আমায় পারো।
সময় যদি চোখ তুলে চায়, ভুল ভেঙে যায় তারও,
কাজের খোঁজে ঘষটে না যায় শুকতলা আর কারো,
মাততে রাজি এই মাতনে, জুড়তে আমায় পারো।
সময় যদি দোর খুলে দেয়, ঘোর কেটে যায় তারও,
সব শিশুরই বইয়ের দাবি ঘুম কাড়ে না কারো,
নাম জুলুসে পা মেলাবো, জুড়তে আমায় পারো।
পাঁচশো বছর পরেই নাহয়, ভাঙতে যদি পারো,
জাতের বেড়া, পাতের বেড়া, নামের অহংকারও,
সত্যিই আছি, রামরাজ্যে আপত্তি নেই কারো।
(২১/০১/২৪)