স্বপ্ন যখন হাতের মুঠোয়,
চাঁদের বুড়ি তল্পি গুটোয়।

চরকা কাটা সুতোর ফাঁদের
জট খুলবেই এবার চাঁদে।

পৌঁছে গেল বিক্রম যেই,
প্রজ্ঞান তো ঠিক বেরোবেই।

এদিক ওদিক হাঁটা-হাঁটি,
দেখবে চষে চাঁদের মাটি।

বিজ্ঞানীদের কাটাছেঁড়ায়,
চাঁদপানা প্রেম ওমনি ফেরার।

চাঁদমামা আর ডাক পাবে কি?
চাঁদের তবে জাত যাবে কি?

চাঁদেই যদি বাসা বদল,
আর পাবে কি তেমন কদর?

কে আর ডেকে বলবে বলো,
"সামলে রেখো ম্যাজিক আলো"?
                 (২৩/০৮/২০২৩)