আকণ্ঠ পান করে
ব্যাঙ গেলা ঢোঁড়াটির মতো,
টলটলে পুষ্করিণী পাড়ে
এলোমেলো পড়ন্ত বিকেল।
টলমল জলে তার ছায়া কাঁপে,
ছায়াই তো, এই এলো এই বুঝি নেই।
হাওয়া তবু ছুঁয়ে যায় যেই,
টলটলে মায়াজলে ঢেউ ওঠে,
সাবধানী ঢেউ।
কানাকানি হাওয়ায় হাওয়ায়,
ঐ বুঝি ডাক ছোঁয় কেউ।
এরপর অস্তাচলে সন্ধে নামে,
দৃশ্যপটে আঁধার ঘনায়,
কালো খামে চরাচর ঢাকে।
শুধু, রাত্রি না পুষ্করিণী,
কে যে কাকে গিলে খায়
চিরদিন অজানাই থাকে।
(২৭/০৫/২০২৩)