বিরহ কুড়িয়ে রাখে, চোয়ানো চাঁদের বানে আসে।
কিছু রোদ সেও পাক, ভাসিয়েছে শব্দ বিন্যাসে।
মলাট লিখেছে যার সমস্ত চরিত্র কাল্পনিক,
তুমি তার মেঘ চেনো, সে নদী তোমায় ছোঁবে ঠিক।

ছুঁয়েছি খানিক যদি, বাকি তার আলেয়ার মতো।
জলের শরীর তার, ডুব দিয়ে জ্বেলে রাখি ক্ষত।
                                 (১৩/১০/২০২৩)