বহুদূর চলে গেছো নদী,
নিয়ে গেছো মেঘ তরু ছায়া।
আর সেই বৃষ্টির দিন।

জলের শরীর ছুঁয়ে ফেলে গেছো শুধু
ধু ধু নদীখাত,
আর কিছু রোদ্দুর ঋণ।

রাতজাগা ধারাপাত,
আর কিছু আলো আর আঁধারের মায়া।

বহুদূর চলে গেছো নদী, রেখে গেছো ছায়া।

আর কিছু রাত্রির দিন।
     (০১/০৭/২০২৩)