সময় শরীর ছোঁয়, মৃদু হয় আলো,
অচেনা হাওয়ায় চেনা সুরও বদলালো।
স্মৃতিরা জোনাকি হয় আঁধার ঘনালে,
জ্বলে আর নেভে যতো যাপন জমালে।

সময় জমায় ধুলো, অবসর মোছে,
শুকনো পাপড়ি তুলে রাখে আলগোছে।
                        (০৫/১১/২০২৩)