যতো দূরে ততো আরো ছোট।

অনেক ওপরে গেলে
অনেকটা তারাদের মতো,
যদিবা আলো হয়ে ফোটো।

এরপর একদিন,
মানুষের কাছে নেমে এলে,
ফিরে ফের বড়োই দেখায়।

এভাবেই মৃত্তিকা ঋণ
আমাদের ঋদ্ধ করে,
এভাবেই জীবন শেখায়।
           (২৮/০৯/২০২২)