খানিক সহজ পাঠ, খানিক ধাঁধার।
কিছুটা আলোয় যদি, বাকিটা আঁধার।
শান্ত অতল দিঘি, উথাল তুফানও,
ভাসায় জোয়ার, টানে ভাটায় উজানও।

অকালের মেঘ যদি, পলাশের মাসও।
গল্পে দিব্যি বুঝি, কবিতায় আসো।
                       (২৭/০২/২৪)