সকাল থেকেই ছিঁচকাঁদুনে
মেঘ ছুঁলো যেই, স্বভাব গুণেই
ভাবছি চায়ে চুমুক দিয়ে, যাকগে আপিস চুলোয়।

সন্ধ্যে নাকি, সকাল ন'টাই?
কারে বোঝায়, বৃষ্টি ফোঁটায়
ঘোরের মতন এ কোন মাতন স্বপ্নপালক বুলোয়।

যে রোগ ছড়ায় শাওন আঁচে,
সামলানো দায়, বেশ ছোঁয়াচে।
মাতলা নদী ভাসায় যদি, রক্ত ছলাৎ ছলো।

কি বলছো, ভাবছি কাকে?
এমন ম্যাজিক সাতটা পাকে,
তোমার মতো দহন ক্ষত কে আর বোঝে বলো?
                                 (০৭/০৮/২০২৩)