যতো কালো মেঘ করে বন্দী, আঁকো রোদ্দুর যার জন্যে;
সেও জেনে গেছে সব ফন্দি, তুমি ধরা পড়ে গেছো কন্যে।

ধরা পড়ে গেছে একা ভেজা রাত মুছে চেনা আঁচলের প্রান্তে,
ঢাকো পোড়া শ্রাবণের ধারাপাত; জেনে ভেজে সেও, যদি জানতে!

সে তো জানে মুশকিল বাজানো সুরে বীণা তার যার ছিন্ন।
তবু ঝলমলে দিন সাজানো কেন উপহার, সে কি ভিন্ন?

কেন আবডাল স্বীয় বৃত্ত, কেন অর্গল, কেন গণ্ডি?
যতো দাহভার সহে চিত্ত, কেন তার নয় যাকে মন দি'?

সব কালো মেঘ ফ্রেমে বন্দী, তাকে বেচে দিক ভেজা কবিতায়।
হোক আলোকের সাথে সন্ধি, হোক ছুঁয়ে থাকা মানে সবই তার।

আর তারপর মেঘ থাকলেই, জেনো শ্যামলিমা, শুধু সৃষ্টি।
আর ছুঁয়ে হাত সাঁকো আঁকলেই, দেখো ভেজাবেই ঝোড়ো বৃষ্টি।
                                      (২০/০৮/২০২৩)