চেনা আড়ে ঢেউ অচেনা
চুপিসাড়ে কেউ জানে না
চিলেকোঠা মেঘের পাড়ায়
যে আঁধার থমকে দাঁড়ায়
সে শ্রাবণ বৃষ্টি ফোঁটায়
শিরাময় অগ্নি ছোটায়
এ যাপন আপন মনে
ভেজে রাত সংগোপনে
ভেজে ঘর একলা বাড়ি
ধারাময় হলদে শাড়ি
ছুঁয়ে যায় সোঁদাল হাওয়া
এ কেমন উজান বাওয়া
এ মহল দালানকোঠায়
সেখানেও লুকোও কোথায়
হে শ্রাবণ ভেজাও যাকে
সেও যে দহন রাখে!
(২৮/০৭/২০২৩)