আলো অভিসারী মন, পেরিয়েছে যতো আলপথ
সড়ক ছোঁয় না তাকে, মাঝখানে দুরূহ পরিখা।
ভেবেছো মরণঝাঁপ, পতঙ্গ জানে আলোরথ।
স্বপ্ন শেকড় ছেঁড়ে, জয় চেনে সফলতা টিকা।
আরোহণই অভিলাষ, ক্রান্ত সোপান তো অতীতই।
রৌদ্র তাহার প্রেম, ছায়া তার ফেলে যাওয়া স্মৃতি।
(১৫/১০/২০২৩)