দিন যতো কমে আসে
দীর্ঘ থেকে দীর্ঘতর ছায়া,
জলছাপ রেখে যায় পাথরে পাথরে।

ক্রমেই যে দোর্দণ্ড তাপ
পশ্চিমে সরে সরে যায়,
রক্তিম আভায় স্লেটে
ইমনকল্যাণে তার আকুতি ছড়ায়।

আদিগন্ত হেঁটে তাই
যতো দুরই যাও পথ,
পুষ্পরথ ফিরে ঠিক উৎসে ফেরায়।
                   (২৯/০৬/২০২৩)