শরীর জীর্ণ বাড়ি, পুরোনো দেওয়ালে
বয়স জমায় জল, মনের খেয়ালে।
আগাছা কাহিনি যেন, কতো ডালপালা,
স্মৃতি তার বুনিয়াদ, মনটা জানালা।

ভ্রমণ সে পথে তার, কাছেভিতে, দূরে
বিজন সঙ্গী হলে, যেকোনো দুপুরে।
                     (১৪/১১/২০২৩)