এই মোটে দিন একটা ঠকা'র?
আর ক'টা দিন তাহলে কি?
সালতামামি আমজনতার
পরখ করো, তাই বলে কি?

বিশ্বাসে তার আস্থা অটুট,
ভাঙবে তবু মচকাবে না।
পিঠ পেতে নেয় প্রেমের চাবুক,
হুল খাবে তাও ভুল যাবে না।

হুঁশ কবে দেয় হুঁশিয়ারি,
হোঁচট খেলেও ফের উঠে যায়।
চালাক চালায় দুনিয়াদারি,
বোকারা তো রোজ ঠকে যায়।

শখ মেটে না হাজার চোটেও,
কূল মেলে না, ঠিক না ধোঁকা।
আসলে নয় একটা মোটে,
সব ক'টা দিন হদ্দ বোকা'র।
               (০১/০৪/২৪)