পাশেই আছে সে-জন নাকি সহ বাসে সঙ্গী স্রেফ,
অধুনা প্রেম বদলে গেছে, স্বা এর পরে থ এ রেফ।
সঙ্গে এবং পাশে থাকার ধন্ধে ভোগে অর্বাচীন,
ভালো বাসায় সঙ্গে থাকাই সঙ্গী এখন শর্তাধীন।
একই ছাতায় বৃষ্টিভেজা সে প্রেম কাপুর, নার্গিসের
আজ যে অচল, তফাৎ থাকেই শতক একুশ আর বিশের।
নীলচে খামে বার্তা প্রেমের ছুটছে নিয়ে ডাকপিওন,
সেদিন গেছে, বোতাম টিপে জানাচ্ছে প্রেম মুঠোয় ফোন।
ধর তক্তা মার পেরেকের প্রেমের জোয়ার রাত্রি ভোর,
বোতাম টিপেই ঝট্ সে গ্রহণ, বর্জনও তাই কাটলে ঘোর।
কথার পিঠে কথার লড়াই, ভীষণ গোঁসায় দিচ্ছে দোর।
রাত গয়ি তো বাত গয়ি, ফের জোয়াল টানা জীবনভর।
সেসব ভোলো, কথায় কথায় ভাঙছে হাঁড়ি দেখছে হাট।
আর ক'টা দিন সবুর কাকা, চুকলো ব'লে বিয়ের পাট।
(৩১/০৫/২০২৩)