হেরে যাওয়া চোখ ভেজে মৃত উত্তাপে,
পথও যে হারায় জানে জন্মের পাপে।
যে মেঘ অঝোর ভাসে, আগুনও সে পোষে
জানিও, সেও তো জাগে ঘোর নির্ঘোষে।

যে মেঘ একলা ঝরে, যদি হয় জড়ো,
ধুলোয় দেখেছো যাকে হতে পারে ঝড়ও।
                          (১১/১০/২০২৩)