সেও যে বিশাল তার শুন্যতা নিয়ে।
তাইতো স্যাঁতানো মেঘ উঠলে ঘনিয়ে,
জড়ো করে রাখে সব। ঝোড়ো হাওয়া এলে
অকারণে ঝরে যাওয়া, নেহাতই সেকেলে।

ভেজা মাস শেষে যদি উৎসবে ফেরো,
নীলচে আঁচলে ঘর ছেঁড়া স্বপ্নেরও।
                             (২৬/০৯/২০২৩)