তার ভেতরমুখো যাপন তুমি ভাবলে বুঝি দেমাক,
কাচ ঠুনকো স্বভাবতই ভয়েই আড়ালটুকু কেনা।
তার অজস্র ধারদেনা এবার লাগাম টানাই উচিত,
লাজে বাড়ায় না আর হাত এই অভিমানই পুঁজি।
এ তো স্বাভিমানের বড়াই তুমি ভাবলে লড়াই মিছে,
সে টুকরো হওয়ার ভয়ে ভাঙে কথায় কথায় নিজেই।
শুধু স্বপ্নমদির চোখে চাঁদ ছুঁইয়ে গেছে পালক,
যে আঁধার ছুঁয়ে থাকে সেও লিখতে জানে আলো।
রাত নীরবতায় জমে পাথর স্বপ্ন তবু নাছোড়,
যে পাহাড় ভাঙে একা তাকে ছায়া জোগায় গাছও।
সে আখর খুঁজে সাজায় পাথর টুকরো হয়ে ভাঙে,
তার আঁধার মাখা খাতায় কথা বৃষ্টি হয়ে নামে।
তার ভেতরমুখো যাপন শুধু মায়ার আবির ওড়ায়,
তুমি খরস্রোতা নদী সেসব বুঝবে কি আর থোড়াই।
(৩১/০১/২০২৩)