চোখ এড়িয়ে গেলে মনে রেখো
মন এড়িয়ে গেলে চোখে রেখো।
ঝর্ণাধারায় না এলে জলোচ্ছ্বাসে এসো
নয়নের কাজল শুকালে কান্নায় এসো
না হয়
গোলাপ বনে আমি, তোমার প্রতীক্ষায় রব।
মধ্যে দুপুরে জানালায় না এলে
পুকুর ঘাটের শেষ সিড়িঁটায় এসো।
জলমগ্ন পায়ে দু’হাতে জল ছুঁড়ো
রৌদ্র প্রখরতায় না এলে শিশিরে এসো
না হয়
বৃষ্টিস্নাত কোন সন্ধ্যায় তোমার প্রতীক্ষায় রব।
এই ভরা পূর্ণিমায় না এলে
কোন এক বন জ্যোৎস্নায় এসো।
নিশীথ বাঁশীতে মেঠো পথে, নুপুরে এসো
হৃদয় প্রোকোষ্ঠে না এলে কুঁড়ে ঘরে এসো
অঝোর ধারায় বৃষ্টি সিক্ত মাটির মেঝেতে
না হয়
শুধু তোমার চোখে চোখ রাখবো, ক্ষনিকের জন্যে!