গুটিসুটি মেরে থাকা জীবন
ছায়ার ভয়ে অস্থির অপার।
সবুজের ভীড়ে পীতবর্ণিল-
তেতো জীবনের স্বাদ।
মিঠা জলে লোনা শ্যাওলা
ইচ্ছেহীন শিকলে বন্দী মন।
পাখির ডানায় উড়াল স্বপ্ন
কপোতাক্ষ নদে ডানা ভাঙ্গার ভয়।
খেলার মাঠে গতিময় দুরন্ত মন
পা দু’টি অবসাদে অসাড়।
স্যুপের বাটিতে কাঁটা চামচের নাড়াচাড়া
মন্দ ক্ষুধায় অনিয়ন্ত্রিত বাঁচা ।
প্রতি রাতের স্বপ্নে অমাবস্যা-
মুঠো হাতের অপেক্ষায় অন্তহীন আশা,
ব্ল্যকহোলের আকর্ষণ উপেক্ষায়
হয়তো হাত বাড়িয়ে ডাকবে কেউ “আয়”
এক সকালে তেজী সূর্যের স্নানে-
'অপেক্ষা'-র আকাঙ্ক্ষার সমাপ্তি হোক।