ভয় পেয়ো না —
সীমান্ত রক্ষীরা বিশ্রামে এখন
ওপারের গোলা গুলি, নিক্ষিপ্ত মর্টার শেল কিংবা গুলি
পথ ভুলে এপারে এসে মৃত্যু ঘটিয়েছে কিছু তাজা প্রাণের।
জেনো, ওরা মার্চপাস্ট করবে সীমান্তে 'যুদ্ধ নয় শান্তি'র শ্লোগানে
নিশ্চুপে কিছু মৃত্যু শান্তি-ই বয়ে আনে -
শুধু ভয় পেয়ো না, সীমান্ত প্রহরীরা জেগে থাকবেই।
ভয় পেয়ো না —
নদীর উপরে দীর্ঘস্থায়ী দীর্ঘ সেতু হয়েছে,
প্রচুর হাসপাতাল গিজগিজ করছে চারপাশে
কদাচিৎ নৌকা,ফেরী কিংবা লঞ্চ ডুবির মত দুর্ঘটনা,
খুব নগণ্য কারণে হাসপাতালে মানুষের অপমৃত্যু
তোমার কানে পৌঁছাবে না, সেদিন কোন পত্রিকাই প্রকাশিত হবে না
শুধু ভয় পেয়ো না, তোমার জন্য সেন্সর বোর্ড সদস্যরা সদা সতর্ক।
ভয়ে পেয়ো না —
তর্জনী উচিয়ে মহান প্রতিবাদী কেউ ডাকবে না আর
প্রতিবাদীরা আজ কারা রক্ষীর অতন্দ্র প্রহরায়।
তোমাকে উদ্দেশ্য করে লেখা হাজারো প্রেমের চিঠি
নানা রঙে সজ্জিত ডাক বাক্সে পোষ্ট হচ্ছে প্রতিদিন।
ডাক-হরকরা'র অভাবে চিঠি বিলির ব্যবস্থা হয়েছে বিলীন
চিঠি গুলো আজও ডাক বক্সে বন্দী, শুধু ভয় পেয়ো না —
ভালোবাসা চিঠিগুলো তোমার হৃদয়কে আর আন্দোলিত করবে না।
ভয় পেয়ো না —
তোমাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা চলছে নিরন্তর
সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি প্রতিনিয়ত
গ্যাস, পানি আর বিদ্যুৎ দাম বাড়লেও -
তুমি ভয় পেয়ো না, শুধু বুকের উপর স্টেথোস্কোপ রেখে
নিজ হৃৎপিন্ডের আওয়াজ শোন নিয়মিত।
তুমি বেঁচে থাকলেই জিডিপি আর আয়করে সাফল্য।
একবার কান পাতো মাটিতে, মৃতেরা দেখো নিশ্চিন্তে ঘুমিয়ে
শুধু বুকের উপর স্টেথোস্কোপ রাখো, দেখবে বেঁচে আছো এখনও।
তোমার জন্য অগণিত লাল গোলাপ রাখা আছে ফরমালিনের ডোবায়
বেঁচে থাকার এই মহোৎসবে তুমি জীবন্ত! জানলেই পাবে লাল সালাম।