আমি সমুদ্র দেখি
আমি আকাশ দেখি
সমুদ্রের ঢেউয়ে ভীত হই
মেঘের আকাশ আমাকে পুলকিত করে
আমি আকাশ দেখি
আকাশের রং দেখি
প্রকৃতির মাঝে নিজেকে দেখি
দু'টি চোখ শুধু মেঘের ভেলায় ভেসে ভেসে চলে
মেঘের বজ্রপাতে ভীত হই
আমি তখন সমুদ্র দেখি
সমুদ্রের শান্ত জলে ভেসে ভেসে যাই দূর, বহুদূর
আসলে আমি আকাশ দেখি, সমুদ্র দেখি
কারণ ওদের মধ্যেই একটি নীলা আছে, নীল রং আছে
ওরা নীলকে কাছে টানে, নীলার সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়েছিল
নীলা সেবার জাহাজে সমুদ্র পাড়ি দিচ্ছিল
আকাশ আর সমুদ্রের সে কি ঈর্ষা
নীল আকাশ কালো হলো, বজ্রপাতে ছেয়ে গেল চারদিক
নীল সমুদ্র ক্রমশ ভয়ঙ্কর রূপে সর্বগ্রাসী
বিশাল বিশাল জলরাশির ঢেউ
নীল আকাশ-নীল সমুদ্র, নীলাকে গ্রাস করে অচেনা দেশে
আমি শুধু শান্ত নীল আকাশ আর শান্ত নীল সমুদ্র খুঁজি,
আর নীলার খোঁজে দু'টি চোখ ভেসে বেড়ায় অচেনা দেশের পানে।
০১/০২/২০২২