অহর্নিশ পুড়ি অথবা পুড়তে হয়
ঝলসানো মাংসে পোড়া মসল্লার স্বাদ
নুনের হেরফেরে বিস্বাদ এক টুকরো জীবন
বিলের পাতায় কাটা ছেঁড়ায় মজুরি কমে,
পোড়া মনে বারংবার শপথে দৃপ্ত বয়ান
পুঙ্খানুপুঙ্খ কাজে রবে ত্রুটিহীন উল্লাস
মানুষ হবার খায়েশে পথ চলা সারাক্ষণ,
আগামীকালের অরুণোদয়ে পুনঃ পোড়ার পালা,
লাকড়ির চুলায় এলোমেলো ভাসে সব আগুন কণা।
জ্বলতে চায় বারংবার, জ্বলে ওঠে মন
জ্বলে ওঠে অতৃপ্ত বাসনা, পোড়াতে চায় অন্য মন।
অর্ন্তজ্বালায় পুড়ে পুড়ে খাঁটি মানুষ হবার নেশা
দহনে বয়স বাড়ে, কুঁকড়ে আসে চামড়ার ভাঁজ
নিভে আসে চিতার আগুন, ক্ষীণ হয় পদধ্বনি
মাটির গহীনে চলে ঝলসানো মাংসের ব্যবচ্ছেদ
আমল নামায় লেখা রয় এক নরকবাসী’র নাম!