বেলা শেষে সন্ধ্যা নামে-
করেছি জিজ্ঞাসা রাতের কাছে
মোর সারাদিনের হিসেব আছে কি তোমার খাতায়?
রাত্রি আখিঁ মুদে বলে, জানো’ত দিনের আলোর শেষে
প্রতিবারই জন্ম আমার, জানবো কি করে বলো।

রাত্রি শেষে অরূণোদয়-
করেছি জিজ্ঞাসা দিনের কাছে
মোর রাতের হিসেব আছে কি তোমার খাতায়?
দিন হাসিয়া বলে, আমি কি রাতের কাছে ছো্ট হতে পারি
আধার কে হটিয়ে গাই জীবনের জয়গান, কি করে রাখি মনে।

নদীর জলে নাইতে নেমে-
বলেছি, আমার মনের কথা আছে কি গাঁথা তোমার পরতে
নদী হেসে বলে, বহতা আমি কি করে রাখি মনে,
আমি তো মিলায় সাগরে, হারায় মিঠা থেকে নোনা জলে।

সাগরের বিশাল বিশাল জলতরঙ্গে-
জিজ্ঞাসিনু, নদী কি বলেছে কিছু আমার কথা?
সাগর হেসে বলে, ব্যস্ত অতি নিয়ে বিশাল জলরাশি
জল কণায় থাকতে পারে তোমার কথা মেঘের ভেলায়।
মেঘের কাছে বলেছি, আমায় পরে কি মনে তোমার
মেঘ ভেসে ভেসে বলে দাঁড়াও একটু, বসুধা বর্ষণে-
ঝরনা’র কাছে পাবে তোমার কথা, হৃদয় থমকে দেখছিলাম
ঝরনার অসীম ঝরে পড়া, শুধু বলেছিলাম চিনো কি আমায়?
বলেছিল, নদীর কাছে থাকতে পারে তোমার কথা!
নিজেকে খুজেঁ পাইনি কোন খানে ধরণী’র মাঝে,
সূর্য হেলিয়া আমার প্রতিচ্ছবি ফেলেছিল যে দিন-
বুজেছি অস্তিত্ব আমার ক্ষণিকের তরে,
              -মনে রাখেনি কেউ নিজ ব্যস্ততার ভীড়ে।