তোমার সাথে এখন আর দেখা হয় না —
চৈত্রের প্রখর রৌদ্রের তাপদাহ রাজপথে—
পিপাসার্ত আমি, একটি আইসক্রীম নিয়ে অপেক্ষা করি
আকাশ পানে চিলের চক্কর দেয়া দেখি আপন মনে মাঝে মাঝে
তারাও হয়তো পিপাসা মেটাতে চায় দ্রুততায় জমিনে নেমে।
টুপ টুপ করে গলে পড়ে আইসক্রীমের জলজ ভালবাসা
একটি পথ শিশু চেয়ে থাকে আমার বিলাসী গলে পড়া আইসক্রীমের দিকে
তার শুকিয়ে যাওয়া নির্বাক ঠোঁট একবার জিভ দিয়ে ভিজিয়ে নেয় শুধু।
আমি অপেক্ষা করি দু’টি ঠোটেঁর একত্রে ঠান্ডার উষ্ণ ছোঁয়া পেতে
এরপর তুমি এলে প্রচন্ড গরম মাথায় নিয়ে, ঘর্মাক্ত শিশির বদনে
তোমার মেকাআপের মেহগনি সুবাস ছড়ানো ভালবাসা ঘাম হয়ে ঝড়ছিল।
এরপর ভুল ভাঙে তপ্ত রাজপথে আসলে আলেয়া ছিলে তুমি
গলতে গলতে আইসক্রীমের দন্ডটিই ছিল শুধু আমার হাতে ধরা।
কেউ একজন পাশ থেকে বলেছিল- আজকাল অনেকে দিবাস্বপ্ন দেখে উত্তপ্ত রাজপথে।
অপেক্ষারত তৃষ্ণার্ত সেই পথ শিশুর আক্ষেপ- একটি আইসক্রীম নষ্ট করা কি বিলাসী অপচয় নয়?
আমি এক জোড়া রাঙা ঠোটেঁর আলিঙ্গনের অপেক্ষায় উন্নাসিক তৃষ্ণার চাতক হয়ে রই।