জানো তো-
আকাশ ভেঙ্গে বৃষ্টি হত
চাদেঁও একটা বুড়ি ছিল
অশ্বত্থ গাছে ভূতের বাসা
হুতুম প্যাঁচা নাকি হুতুম মামা
শৈশবটাই ভুলে ভরা আনন্দমাখা।
জানো এখন-
পকেটে টাকা, এসির হাওয়া
ইচ্ছেমত শখের কেনাকাটা
জ্ঞানে খোলসা হচ্ছে রহস্যমেলা,
তবু কেন মনের গহীনে তীব্র হাহাকার
মনের মাঝের আবোল তাবোল
ভুলে ভরা শৈশবটা আমার কই?
ছিল তখন-
মায়ের হাতের আদর
বাবার কড়া শাসন
শিক্ষকের বেতের বাড়ি
মন খারাপেও পুকুরে দাপাদাপি
মনের গহীনে অজানা হাহাকার
সবার মাঝে থেকেও শৈশবটা কই?