অবনত চোখ, মিনি স্কার্ট
হিল পায়ে তুমি বেশ
হেটে যাও গট গট-
তুলে পাল, ঢেউ মনে
তুমি কি প্রেমিক আমার!
নওতো আর কারো?
ঠোঁট লাল, কাজল চোখ
চাহনি তীরন্দাজ-
রক্তক্ষরণে শহীদ মন
জাগে নেশা আবার দেখিবার!
কাঁপে ঠোঁট, কাপেঁ চোখ
প্রেমের খেলায় বিষমখায়-
আমার বুঝি হৃদয় নাই?
উচুঁ নাক, মৃগনাভি
ঝংকারে ঝংকারে বেলী ড্যান্স
হাতের মুদ্রায় তক্ষকের চাহনি-
কামনার শিহরণে উজ্জীবিত মন
পুরুষ বহুগামী নৃত্য অনৃত্য
প্রেম বদলায় ষড়্ঋতুতে-
পায়ের নুপুরে, নুপুরের ছন্দেতে।