শব্দের খাতা বড্ড এলোমেলো আজ
চারিদিক কেমন নিস্তব্ধ-নির্জন-নির্লজ্জ
মাটির বুকটা কেমন খরখরে অবিন্যস্ত সবুজে-
সব জায়গায় জন্মায় না গুল্ম লতা উদ্ভিদ’রা
মানুষের পদধূলি অস্পৃশ্য করেছে মৃত্তিকা’কে
মানুষের বিচরণ যেখানে, সেখানেই এলোমেলো
মানুষের বিচারণ যেখানে, সেখানেই বাতাস দূষিত
মানুষের বিচরণ যেখানে, দূষিত জল সেখানেই
মানুষের বিচরণ যেখানে, কোলাহল সেখানেই
গ্রেনেড- বেওনেট -রাইফেল-মিসাইল- বোমারু বিমান
মানুষের বিচরণ যেখানে, সেখানেই ধ্বংসের জয়গান।
ভুমিতে উঠাইয়া অবয়ব, পবিত্র করো ধর্মের কল
সৃষ্টির মাটি বুঝি নয় পবিত্র? অবয়বহীনে সব জায়গায়!
হিন্দু-ইহুদী-বৌদ্ধ-খৃষ্টান-মুসলমান-সুফি কিংবা ধর্মহীন!
ধর্মের মানুষ বুঝি ভিন্ন রকমে? ভিন্ন ভিন্ন অঙ্গের সমাহারে!
ধর্মহীনেও মানুষ কি পায়না? পূর্ব-পশ্চিমে দেখা সূর্যের!
মাটি বুঝি মানুষের সৃষ্টি! দায় কিসে এত সৃষ্টিকর্তার?
সীমানা দিয়া বাধিবে আবার বাড়াবে শেকড় যত দূর যায়
শেকড় কি শুষে নিবে ছোট্ট শিশুর নিহর দেহের রক্ত-
পবিত্র করবে বুঝি ধর্মের কল, ফুলেল মালায় সীমান্ত রেখায়!
নিজ ভুবনে লালন করো সৃষ্টিকর্তাকে, নত হও ভূমি পানে
অস্পৃশ্য অভিশপ্ততা থেকে মুক্ত হও মানুষ, হাত বাড়াও
সীমান্তহীন ভালবাসায়, রেখায় রেখায় রক্ত করবী ফোটাও।