একলা মাঝি একলা নাও
ক্ষণিক আগন্তুকের আনাগোনা,
একলা দাড়েঁ একলা নদী
একলা ঘাটে একলা ভিড়াই।
একলা শৈশব একলা খেলা
রৌদ্র দুপুরে সাঁতরে পার,
একলা উঠানে একলা মাদুর
একলা মা একলা আমি।
একলা ভোর একলা সূর্য
ক্ষণিক জীবনে নতুন প্রাণ,
একলা ঘরে একলা দুপুর
একলা তিয়াস একলা খুশি।
একলা চাঁদ একলা পৃথিবী
মায়ার জালে চক্রাকারে ,
একলা জীবনে একলা বাঁচা
একলা চলা একলা বিকেল।
একলা দেহ একলা মন
ক্ষণিক বাঁশি বীণার সুর,
একলা প্রেমে একলা নির্ঘুম
একলা রাতে একলা থাকা।
একলা উড়াল একলা পাখি
মেঘের সাথে ক্ষণিক খেলি,
একলা গোর একলা তনু
একলা খোদা’য় একলা নতে।