শেষ হচ্ছি না
লিপিস্টিকের শেষ টুকু
ঠোঁটে রাঙিয়ে
তোমার অপেক্ষায় থাকবো।
শেষ হচ্ছি না
কাজলদানি'র শেষ কাজলে-
দেবী চোখা হবো
নয়ন আমার বিনিদ্র রয়ে
তোমার অপেক্ষায় রইবে।
শেষ হচ্ছি না
আমার দীঘল কালো চুলে
হাসনাহেনার চাষ করবো
সুগন্ধি ছড়িয়ে চারিদিক-
তোমার অপেক্ষায় রইবো।
শেষ হচ্ছি না
তোমার রেজার দিয়ে
হাতের রগ কেটে
শেষ রক্ত বিন্দু পর্যন্ত
তোমার অপেক্ষায় রইবো।
তোমার বীর দেহে আকৃষ্ট হইনি
কিংবা স্যুট-টাই পরা সুঠাম পুরুষে,
শুধু ওই দু'টি চোখ-
চোখে চোখ রেখে শুধু বলুক-
একবার 'ভালোবাসি, ভালোবাসি'
আমি ভূবন মাঝে আলেয়া হয়ে-
নাবিকদের পথ চেনাবো।