হারায়েছি পথ,
যেখানে মিশিয়াছে বিভিন্ন মত।
গোলকের গোলক ধাঁধায়,
ঘুরতে ঘুরতে নিজের অসুস্থ ছায়ায়,
হঠাৎ যখন মিশে যাই,
বুঝতে পারি,
সূর্য ডুবে গেছে।
শালিকের দল ঘরে ফিরে নেচে নেচে।
খুঁজতে থাকি,
খুঁজতে থাকি; পথ যত রয়েছে বাকি,
ঘুরে ফিরে ফের সেই চিরায়ত ধ্বনি
কানে বাজে, সূর্য বুঝি নিস্তব্ধ হয়ে গেল এখনি।
তখন শুধু পরে থাকে একদল পেঁচা,
পরে পরে গেয়ে যায় বিরহের সুর।
মনে হয় পেয়ে গেছি, শুধু পৌঁছাতে পারি না,
বহুদূর।
এখানে সূর্য অপ্রতুল,
দরিয়ার কূল,
কল্পনার বাহিরে।
শুধু পরে থাকি,
ডানে বামে দেড় হাত করে বাকি,
পথ পরে আছে।
বহুদূরে,
তবু মনে হয় খুব কাছে,
পরে আছে পথ।
আমি শুধু ঘুরছি গোলক ধাঁধায়,
এখানে পৌঁছাতে পারে না কোন মত।