সহস্রবার, সহস্রবার
ফিরতে চেয়ে
পৃথিবীর সমস্ত গলিপথ হাতড়ে বেড়িয়েছি,
ক্লান্ত বিপর্যস্ত হয়ে বারবার
এই আলোহীন এলো পথে যখনি পরেছি ঘুমিয়ে,
মৃদু চাঁদের আলো অসম্ভব ভালোবাসায়
নিস্তেজ অবহেলিত আত্মাকে আবার জাগিয়ে তুলেছে।
আমি হাঁটছি,
ক্লান্তি ভুলে বারবার হাঁটছি,
গন্তব্য ভুলে কোন এক পাগলের বেশে
নিরন্তর এই হেটে চলা
আমাকে আরো উত্তেজিত করে তোলে,
চাঁদের আলো যেই ধরতে যাবে,
হঠাৎ কানেকানে কোন এক অশরীরী আত্মা,
ভয়ার্ত কণ্ঠে!
ভয়ার্ত কন্ঠে, যেন আমি তাকে খুন করে ফেলবো,
হে আত্মা!
বলে যাও, অব্যক্ত যত কথা,
আমার ক্লান্তি সবকিছুকে আচ্ছন্ন করলেও
তুমি বলে যাও।
ভয়ার্ত কন্ঠে!
ভয়ার্ত কন্ঠে, যেন আমি তাকে খুন করে ফেলবো
ফিসফিস করে বলে যায়,
তুমি ঘরে ফিরে যাও,
চাঁদ আর দু'ঘণ্টার মধ্যেই অস্ত যাবে!
অবাক নয়নে শুধু ভাবছি,
এ আর নতুন কি!
ভাবতে ভাবতে দু চোখ জুড়ে
নেমে এল চেপে রাখা পথের একরাশ ক্লান্তি!!