জীবনে একটা মৃত্যুর খুব করে প্রয়োজন ছিল!
মৃত্যু কি জীবনের চেয়ে দামী?
যার অন্বেষণে শত জীবন এলোমেলো।
এই অমৃত সুধার নেশায়,
কত নাবিক দাঁড় ভেঙে, পাল ছিঁড়ে
পারি দিলো,
সুদূর অতীতের পুরোহিত দলে।
কোন নারী বাধিতে পারে নাই আঁচলে,
ছলে বলে কলে কৌশলে।
কি এমন জাদু এতে?
শত-লোক!
মায়ার বাঁধন ছিঁড়ে,
ঝাপ দিল,
জীবনে সত্যিই একটা মৃত্যুর খুব প্রয়োজন ছিল।