সূর্যের তীব্র রশ্মি ভেদ করে চলে যায়,
চলে যায় কাক দের দল।
চলে যায় অবান্তর গুজব ছড়ানো রসিক,
থেকে যায় অন্তরালের ছল।
থেকে যায় মুখোশের প্রতিচ্ছবি,
থেকে যায় গোলাপের কাটা।
এমন থেকে যাওয়ায় লাভ কি?
যদি নাই বা যায় পাশাপাশি হাঁটা!
হেঁটে ও বা লাভ কি বলতে পারো?
শুধু শুধু ঝরবে তীব্র শ্বাস,
দূরত্ব আত্মার, মিছেমিছি,
মিছে শুধু মিশে যাওয়ার আশ।
তাহার চেয়ে চলে যাক সূর্যের তীব্র রশ্মি,
চলে যাক কাক দের দল।
চলে যাক অবান্তর গুজব ছড়ানো রসিক,
থেকে যাক অন্তরালের ছল।
থেকে যাক মুখোশের প্রতিচ্ছবি,
থেকে যাক গোলাপের কাটা।
লাভ ক্ষতির হিসাব কষা নাই বা হলো!
নাই বা হলো পাশাপাশি হাঁটা।