ক্লান্ত। চৈত্রের দুপুরের ভাপসা
গরমে মাথায় শবাধার নিয়ে যাচ্ছে
রৌদ্র। আমার ভালোবাসার শব।
পৃথিবী করেছে আয়োজন আরেকটি শেষকৃত্য।
কালের আদিগন্ত নগ্ন পদধ্বনি কি এক
অশালীন সুর তুলে কাঁপিয়ে তুলেছে শহরের
রাজপথ, তন্ময় হচ্ছো তুমি।
শশ্মানের মতো ধান ক্ষেতে পুড়ছে শব
ধানের চারার পুড়ে যাওয়া লাল পাতায়
ভাঙা বাদ্যের মতো করে কান্না
ঠিকরে বেরিয়ে আসছে মাটির ফাটল হতে।
দুপুরের ঘোলা
জলে লাফিয়ে পড়ছে নাঙ্গা কিশোর।
ক্লান্ত।