আমার শব্দগুলো আছড়ে পড়ে তোমার
বুকে। শুষে নিতে চায় তোমার হৃৎপিণ্ড
স্নাত হতে চায় তোমার রক্তে। আমার
বাক্যগুলো অর্থহীন হয়ে পড়ে
যখন তুমি তোমার সুবিশাল মৌনতার
পাহাড় আমার বুকে চাপিয়ে দিয়ে যাও।
আমি আবার শব্দ গড়ি, লিখি নতুন
অস্ত্র, তোমার ঐ হৃদয়ে ঢুকতে শক্ত
করি চেতনার জাল বুনন।
আমি হেরে যাই তোমাতে,
ঐ সুবিশাল নিস্তব্ধতার পাহাড় শুষে
নেয় আমার সমস্ত কিছু। আমাকে
নিঃস্ব করে, স্বপ্ন দেখায় দুঃ স্বপনের ঘোরে,
উপড়ে ফেলে আমার মস্তক।
শুধু তোমায় ভালোবাসি এতটুকু অপরাধে
নির্বাসিত হই। তোমার সাম্রাজ্যবাদী
আগ্রাসন অবরোধ করে আমায়।
বিদ্রোহী চোখগুলো উলটে গেছে,
থেঁতলে গেছে। ছুড়ে দিতে চেয়েছিল
বাস্তবতার নর্দমায়। আজও তারা তুমি ভিন্ন
কোন স্বপ্ন দেখে না। তুমি উপড়ে, টেনে
ছিঁড়ে ফেলেছিলে আমার জিহ্বা। আজও
তার তৃষ্ণার্ত তোমার নাম জপবে বলে।
ধ্বংস করেছো আমায়, নাকি ধ্বংস হচ্ছো
নিজে, প্রচণ্ড অহংবোধে
কুঁকড়ে উঠছো তুমি। প্রিয়তমা, আমাকে
যেতে দেও তোমার কাছে, হটাও এই
পাহাড়। আজ আসো, আজ আমরা
একসাথে ধ্বংস হই।