সমস্ত শরীর; একবার যেন
-শিহরণ দিয়ে ছুটে গেল
ঠাণ্ডা, শীতল এক কাম বোধ
কাম- কখনো তো এত
শীতল মনে হয় নি; যেন কোন
মৃত মানুষের শরীর- মর্গের লাশ।
অথচ, আশ্চর্য, আমি জানি
সবাই জানে, পুরুষের কাম -সর্বগ্রাসী
পুরুষ মাত্রই স্যাডিস্ট।
তার কল্পনায় ধর্ষণ, কামনায় ধর্ষণ
তার ভালোবাসা- কুমারী মেয়েকে
আত্মভোলা করে ধর্ষণে।
তবে কি আমি - ইম্পোটেন্ট?!
যে দিন থেকে ঐ মাতাল করা
চুলের সৌন্দর্য দেখেছি, আমার
ভিতর এরকম ঠাণ্ডা অনুভূতি
ক্রমশ বাসা বেঁধেছে।
চেয়েছি এই, অসহ্য
শীতল আবেগ হতে মুক্তি, তাই তো
অজস্র বার যোনি,
নগ্ন দেহ, নাভি মূল, নিতম্ব
কল্পনা করে, হয়ে উঠতে চেয়েছি
অপবিত্র, এক কামুক পুরুষ।
পারি নি।
চেয়েছি কল্পনায় -
শত্রুর মতো, কিংবা ক্ষেঁপা ষাঁড়ের মত
লাফিয়ে উঠে ছুরিকাঘাত করতে
কিংবা, আদিম স্বত্ব কে
জাগিয়ে ছিঁড়ে-ফুঁড়ে ফেলতে।
আমি ব্যর্থ।
স্বপ্নে দেখি
আদিম স্বত্বার গলায়
ভালোবাসা কসাইকে মতন ছুরি চালায়
আর নগ্ন দেহ
হাজরে আসওয়াদের চেয়েও পবিত্র
যতবার চুম্বন করি
ততবার; আমি পবিত্র হয়ে উঠি
যেন, এক নিষ্পাপ শিশু।
এর নামই কি প্লুটোনিক প্রেম-
পবিত্র, অস্পৃশ্য ভালোবাসা?!
নাকি এক-
নপুংসকের আবেগ মাত্র!