স্বাধীনতা,
আটত্রিশ বছরের নপুংসকীয় আবেগ দ্বারা পরিচালিত
এক ফলহীন বৃক্ষ।
অবদমিত আবেগ, আর সমস্ত কাপুরুষোচীত আকাঙ্ক্ষার
এক তীব্র বিস্ফোরণের ভয় নিয়ে
নির্জন, অন্ধকার ঘরে আবদ্ধ।
এক অসহ্য আর্তনাদ, ক্রমশ আমার
আবেগ আকাঙ্ক্ষার স্থুলতা বৃদ্ধি করেছে।
এক চিরকুমারী কে উপর্যুপরি গণ ধর্ষণ করে চলেছে
রাজনীতিবিদ, দুর্নীতিবাজ, কালোবাজারী
মৌলবাদী, দালাল গোষ্ঠী, সুবিধাবাদী, সবাই
ক্রমশ রক্তে ভিজে উঠছে তার দুই ঊরু।
ব্যর্থ স্বাধীনতা, যেন ধর্ষিতার রক্ত।
(২৬/০৩/২০০৯)