আমি বেঁচে রব অন্যদের সময়ে
স্বপ্ন ও রং নিয়ে, কিংবা কোনো
দূরতম আকাশে ফিরে চলা
বকের সাদা রংয়ের মাঝে, অস্তাচল
সূর্যের রঙিন আভা নিয়ে।
আমি নিঃশেষিত হব তাদের মাঝে
যারা জনসমুদ্রের কোলাহলের পথে
কর্ম ব্যস্ততার মাঝে ফিরে চলে
আনমনা এক নিঃসঙ্গতা ভর করে
চরম ক্লান্তিঘন, অবসাদময় জীবন নিয়ে।
আমি পিষ্ট হব তাদের তলে
যারা হাঁকিয়ে চলে মিথ্যা দাম্ভিকতা
চরম আত্ম গর্বে যারা আজ
বেঁচে থাকার ন্যূনতম যোগ্যতা
হারিয়ে, সুখী জীবনের কপটতার ভারে ক্লিষ্ট।
আমি আবার জন্ম নেব; না
এবার আর কোনো মধ্যবিত্তের সন্তান
হয়ে নয়, বরঞ্চ, কোনো বেশ্যালয়ে
কোনো এক পতিতার কোলে, পিতৃপরিচয়হীন
এক পুরুষতান্ত্রিক সমাজে জারজ হয়ে।
যেখানে আমার ধর্ষিতা বোনের চিৎকার
আর্তনাদ, রক্ত, চোখের জল এসে মেশে
সেই দ্যোতনায় শেষ হয় আমার টিকে
থাকার আকাঙ্ক্ষা। মৃত্যু ও নিস্তব্ধতার
গরল পান করি ধর্ষকের বিরুদ্ধে এক
নপুংসকীয় ক্রোধ আর আক্ষেপ নিয়ে।