বহুদিন পর হঠাৎ পূর্বাকাশে উঠেছে সাদা মেঘের ভেলা
বিচ্ছিন্ন হয়ে যাওয়া জীবনে যেন এক অবারিত সবুজের মেলা।
অপেক্ষার অবসান ঘটিয়ে ঊর্ধাকাশে ছুটে চলা এ জীবনের মোহ
শুধু এ জীবন পিছনে ফিরতে চায়,দেখতে চায় প্রেমের দাবদাহ।
কতটি বছর অতিবাহিত হলো,কতটি বছর নেই তুমি মনে
শেষ বিকেলের রোদের মত তবুও প্রাণ সঞ্চার করো মরনে।
স্তম্ভিত হয়ে যাওয়া জীবন-জীবনের তলানীতে এসে তুমি
কিসের মোহে এখনও তোমাকে ভালবাসি এই আমি।
অজান্তে মিশে যাওয়া মনের দুঃখ, যন্ত্রনা, এলোপাথাড়ী বান
নিকষ সকালো মেঘের মত যেন ক্ষয়ে যাওয়া জীবনের প্রাণ।
স্তব্ধ করে দিয়ে আমায় সুদূর নীল সাগরের দেশে চলে গিয়েছ
নয়নে নয়নে তাই সর্বনাশা ব্যাথার বিস্ফোরণ ঘটিয়েছ।
মনে কি পড়ে না তোমার তেপান্তরের মাঠ,শান্ত বিকেল
কিংবা অবারিত সবুজের মাঝে দুজনে মিশে যাওয়া কোন সকাল;
জোৎস্না রাতে বালুচরে সুরমা নদীর তীরে তোমার ছুটাছুটি
শ্রাবণ রাতে হিমেল পরশে তোমার পরিপাটি;
আজ যে এ বিরহ বেলায়, নয়নের তরে জল ঝড়ায়
বাতায়নে এখনো তোমার আশায় মন কাঁদায়।
ভালবাসা ,প্রেম আর জ্বালা যন্ত্রনা,অপেক্ষা যেন শেষ হয়না
গোধূলী লগ্নে সাগরের স্বচ্ছ ফেনার মত ভেসে আরেকবার এসোনা।
আমার সমস্ত স্বপ্ন দিয়ে,ভালবার পশরা দিয়েআলোকিত-
সফেদ জোৎস্নার মত তোমাকে ভালবাসতে চাই
মনের মাঝে চেয়ে দেখি নিরবে, এ হৃদয়ে তুমি ছাড়া কেহ নাই