কোন এক দুপুরে স্বপ্নের বাদলা দিনে
অন্ধকারে অচেনা তুমি,
যেন আকাশে মেঘে ঢাকা চাঁদ
অস্পষ্ট হয়ে ধরা দিল জীবনের তরে।
স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙ্গ যাওয়া মন
অন্ধকারে খুঁজে চলা জীবন
আশার প্রাণ প্রদীপে জ্বলে অগ্নি তুফান
শুধু তোমারই নিরালা আগমনে।
অনেক ক্ষত এ হৃদয়ে
অনেক পাখির গুঞ্জনে ভরা এ মন
তুমি বৈতরী হয়ে মিশে আছো মনের তরে।
মদ্য দুপুরে রোদ্র খেলা করে
মধ্য দুপুরে প্রাণ ছলছল করে ,
মধ্য দুপুরে প্রকৃতির ছাতা হয়ে হৃদয়ে আস প্রিয়া
প্রাণের সৈকতে সবুজ আনন্দে ভরে দিবে মন
শান্ত হবে অশান্ত জীবন।
সকল আনাগোনায় কাঁপে ভোরের বাতাস
সজীবতা ও নিরবতায় ভেসে যাবে মনের দুঃখ
তোমার পদচারনায়।
তোমার আগমনে প্রকৃতি হবে সবুজ
প্রাণ হীন প্রান্তরে জেগে উঠবে প্রান্তরের ঘাস
নরম বিছানার মত স্বপ্নের পরীরা
সকল দুঃখ তাড়িয়ে দিবে,
খাঁ খাঁ সীমান্তে উঠবে আনন্দ মেলা
তুমি যেন এক প্রাণের উজালা।