এই মাত্র পেলাম তোমার ঠিকানা তুমি ছিলে নিরুদ্দেশ
ভালবাসার সওদা নিয়ে আমি ঘুরেছি কত দেশবিদেশ।
তোমার ঠিকানা ছিলনা ,ছিলনা কোন পরিচিত মুখ
আজ তোমায় পেয়ে পেযেছি কষ্টের সুখ।
কত অজানা সৈকত,গিরি,মরু প্রান্তর পেরিয়ে পেলাম তোমার ঠিকানা
এত নিষ্ঠুর হবে তুমি আমার জানা ছিলনা।
এতটুকু অভিমানে আমার জীবনের বারটি বছর কোথায় গিয়ে দাড়াল
শুধু বুকের মাঝে পুষে রাখা সুখ পাখি হাড়াল।
আজ তুমি এলে তাই প্রকৃতির এ নিবীর উদ্যানে
পাখিরা বসেছে মেলায় বসন্ত গানে
সরল সবুজ মন খুজেঁ শুধু তোমায়
আমার সারাটি জীবন গেল তোমার ভারবাসার আরাধনায়।