মিথ্যে হবে আমার সব লগন
তোমার বিহনবেলায়
সন্ধ্যা তারা জ্বলে ঝিকমিক দূরের আকাশে
কাটে রাত বিরাইতে অবহেলায় |
শুনিনি কোনো বজ্র বাণী
তুমি আসবে ফিরে এই অজানায়
তবু বেধেঁ আশা একান্ত মনে
আছি তোমার ই তপস্যায় |
তুমি আসবেনা বলে রাতের প্রকৃতি নিস্তব্ধ
দূরের মোহনা শুধুই ফাকাঁ
বসন্ত প্রকৃতি সুভাষ ছড়ায় না
হৃদয়ের পথ শুধুই বাকাঁ |