দূরের পথ পানে চেয়ে চেয়ে ভাবি
জীবনের ঠিকানা আর কত দূর
পথ চলতে চলতে আজ বড়ই ক্লান্ত
পথের সীমানা কি বহুদূর?
কি পেলাম কি পেলামনা
কি চেয়েছি কি চাইলামনা
অন্ধকারে কি আলো জ্বলমল করে
পেছনের সব স্মৃতি গুলি মনে পড়ে।
চেয়েছিলাম রাতের তারা হব
কোন পূর্ণিমা রাত্রিতে
চেয়েছিলাম হিম বাতাস হব
কোন তপ্ত দূপুরে;
চেয়েছিলাম শেষ বিকালের রোদ হতে
যে রোদে ফিরে পেতাম শান্তির আলোয়।
আজ সে জীবনের শেষ বেলায়
ঝাপসা দুচোখে ভাসে অসীম নীলিমা আর
নিকুঞ্জপাড়ে হাজার বছর ধরে জ্বলতে থাকা
দিক বাতি;
তবুও এ ভাঙ্গা মনে ভাসে
ফেলে আসা অতীত
স্বপ্নের মাঝে ফিরে আলোর দ্যুতি।
করে যাই জযগান এ জীবনের
রেখে গেলাম স্মৃতি শুধু আগুয়ানের
বেচেঁ থাক সততায়-বেচেঁ থাক সরলতায়
কাজ কর মানুষের কল্যাণে
জগতে হও মহিয়ান
এতেই পাবে আত্নার শান্তি
আর পরকালের মুক্তির ফরমান।