এ বৈচিত্রময় জীবনে প্রতিক্ষনে শুধুই নানা রং
এই আমি এক অন্য সময় বহুজন
ভাল লাগেনা এত শত আয়োজন
জীবনের পরতে পরতে নানা রকম ঢং।
আমরা যে মানুষজন আমার একা শুধুই একা
হতাশায় ডাকে সবসময়
জীবনটা আসলে যন্ত্রনাময়
ব্যর্থতাকে যায় না গোপন রাখা।
এই যে চলছি বেশ মনে হয়না আছে সংশয় মনে
রাতের নিবরতায় আবার একা
কোথাও যেতে যেতে পাইনিতো কারও দেখা
আমি এখন অভিলাষ
পেছনে ফেলে বিলাস
শুধু সামনে এগিয়ে যাওয়া
তোমাকে পাওয়া আর না পাওয়া
সবই যে আমার কাছে শুধুই শেষ বিকেলের হাওয়া।