আধাঁরে মিশে গেছ তুমি আলোর দেখা পাইনা
তুমি আজ আমার নও একথা মানতে পারিনা
কত যতন করে গড়েছিলাম মনের মতন করে তোমায়
আমায় ছেড়ে চলে গেলে কোন মোহ মায়ায়।
তোমার ভালবাসার নোঙর আজ কোন খেয়াঘাটেে
একাকী করে আমায় চলে গেলে কোন বিজন বন সবুজ মাঠে,
জানিনা এ জীবনে তুমি হবে নাকি আমার
পিঞ্জরের মাঝেতে তুমি রয়েছ আপার।
কি যে দোলা দেয় এই মনে তোমায় ভেবে
আসবে ফিরে তুমি কোন দিন কবে,
ব্যথার পাহাড়ে উঠেছে ভোরের লাল সূর্য
স্মৃতির মমতায় তুমি মোর তূর্য্য।
নক্ষত্রের আলোয় ভরে যাবে এই মন কায়া দেহ
আমি বিনা তোমায় বালবাসতে পারেনা কেহ
মন উত্তালা হয়ে খোঁজে নীলাকাশ
তুমি ভোরের শিশির ভেজা পতপতে বাতাস
বেলা শেষে ক্লান্ত আমি খুঁজে যাই চিরদিন তোমায়
চলে যাবে যদি ছেড়ে আমায়
তবে জড়িয়েছিলে এ কোন মোহ মায়ায়।