ভাবনার জল ঘোলা করে জীবনের সময় ফুরাল
কতকিছু এ ছোট্র জীবনে ঘটে গেল
দেখেছি স্বাধীন দেশের লাল সবুজ পতাকা
দেখেছি উগ্র আমজনতা
দেখেছি নিত্য নতুন ফ্যাশন
দেখেছি হাজারো মানুষের নানা রকম ধরন।
দেখেছি বন্যা,ঘূর্ণিঝেড়ে মানুষ মরে
দেখেছি কত মানুষ থাকে অনাহারে
দেখেছি কত চাকচিক্য আর হাল ফ্যাশনের দামী
গাড়ী,বাড়ী
দেখেছি কুড়েঁঘরে বাস করে দুঃখিণী একা বুড়ি।
দেখেছি রাস্তায় করে ভিক্ষা শিশু,বৃদ্ধ ,নারী
বড়লোকেরা তা দেখে করে আহাজারি
টাকার পাহাড় গড়েছে যে জন সেজন কোথায় থাকে
নির্যাতিত হয় যারা তারা শুধু পরে থাকে জীবনের বাকেঁ।
লুন্ঠন আর অত্যাচার যারা করে দিনরাত্রি
তারাই আজ সাজে সত্যের পথের অভিযাত্রি
আসুন সবাই মিলেমিশে গড়ি লাল সবুজের দেশ
তাহলেই হবে আমাদের আগামীর সোনার বাংলাদেশ।